Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

 

 

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংক্রামত্ম বিষয়ে গ্রাহকদের জ্ঞাতার্থে

 

এমআরপি পেতে দালাল/প্রতারক চক্রের সাহায্য নেয়ার কোন প্রয়োজন নেই কারণ:

 

·মেশিন রিডেবল পাসপোর্ট করার জন্য প্রত্যেককে স্বশরীরে পাসপোর্ট অফিসে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ ফরম জমা দেয়া, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর প্রদান করতে হয়। ফরম জমা দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদপত্র অত্যাবশ্যকীয়।

 

·পুলিশ প্রতিবেদন প্রাপ্তি স্বাপেক্ষে/পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে সরকারী কোষাগারে ৩০০০.০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ৩৫ কর্মদিবসের মধ্যে এবং ৬০০০.০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান আমরা  নিশ্চিত করছি।

 

 

·কোন গ্রাহকের বিশেষ কোন জরুরী প্রয়োজনে (যেমন, চিকিৎসা, জরুরী অফিসিয়াল কর্তব্য ইত্যাদি) পাসপোর্ট দ্রুত পেতে যথাযথ কর্তৃপক্ষের স্বরনাপন্ন হলে দুই/তিন কর্মদিবসের মধ্যে (পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে/কিংবা প্রাপ্তি স্বাপেক্ষে আপনার পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হবে। এজন্য আপনাকে বাড়তি কোন টাকা দিতে হবে না।

 

·পাসপোর্ট ডেলিভারীর জন্য প্রস্ত্তুত হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে মেসেজ প্রদান করা হবে এবং আবেদনকারীকে ব্যক্তিগতভাবে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

 

·পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে যে কোন মোবাইল হতে ৬৯৬৯ নম্বরে এস এম এস করুন।

(পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে MRP লিখুন---->স্পেস দিন

----> এবং বার কোডের নিচের আইডি নম্বর লিখে---->৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিন) কিংবা ৮১২৩১৯৩ নম্বরে ফোন করুন।

 

·কোন ব্যক্তি বা দালাল আপনার পাসপোর্ট দ্রুত করে দেওয়ার নাম করে অতিরিক্ত  অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য (যেমন নাম, ফোন নম্বর ইত্যাদি) ০১১৯১০০১৩৫২ এবং ০১১৯১০০১৬৪১ নম্বরে অবহিত করুন।

 

মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদনের নিয়মাবলীঃ

 

 

১। আবেদনকারীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

 

২। আবেদনপত্রে নিম্নলিখিত দলিলাদি অবশ্যই সংযুক্ত করতে হবে ঃ -

 

          (ক) নতুন পাসপোর্টের ক্ষেত্রে ০২(দুই) কপি পূরণকৃত সত্যায়িত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।

          (খ) আবেদনকারীর ক্ষেত্রে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

          (গ) জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ০২(দুই) কপি সত্যায়িত ফটোকপি।

              (ঘ) প্রয়োজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ সমূহের ০২ (দুই) কপি (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার) সত্যায়িত                ফটোকপি।

 

৩। অপ্রাপ্ত বয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০x২৫মিঃ মিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

 

৪। সমর্পন কৃত (সারেন্ডারড) দের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি প্রদান করতে হবে।

 

৫। আবেদনপত্রের ০৪ (চার) নং পাতার নির্দেশনা অনুসরন করম্নন।  

 

              

 

সরকারী চাকুরীজীদের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট এর আবেদনের নিয়মাবলী ঃ

 

 

 

১। আবেদনকারীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

 

২। সরকারী, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী এবং সরকারী চাকুরীজীবির ১৫ (পনের) বৎসরের কম বয়সের সমত্মান এর ক্ষেত্রে পূরণকৃত সত্যায়িত ১(এক) টি ফরম দাখিল করতে হবে।

৩। আবেদনপত্রে নিম্নলিখিত দলিলাদি অবশ্যই সংযুক্ত করতে হবেঃ -

 

       (ক) পূরণকৃত সত্যায়িত ১(এক) টি ফরম দাখিল করতে হবে।

       (খ) আবেদনকারীর ক্ষেত্রে ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

       (গ) জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ০১(এক) কপি সত্যায়িত ফটোকপি।

       (ঘ) জি ও (GO)/ এন ও সি (NOC) দাখিল করতে হবে এবং (GO)/ এন ও সি (NOC) এর অনুলিপি অত্রাফিস বরাবর প্রেরণ করতে হবে।

       (ঙ) স্ত্রীর/সমত্মানের আবেদনের বেলায় স্বামীর/পিতার NOC এর কপি ও প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।

       (চ) এলপিআর এ থাকাকালীন সময়ে অবসর কালীন ছুটির আদেশ এর কপি প্রদান করতে হবে।

       (ছ) চাকুরী হইতে অবসর প্রাপ্তদের পেনশনের বই এর ফটোকপি প্রদান করতে হবে।

৪। আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের নির্ভরশীল স্ত্রী ও সমত্মানদের পাসপোর্টের ক্ষেত্রে ০২(দুই) কপি পূরণকৃত সত্যায়িত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।   

৫। অপ্রাপ্ত বয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০x২৫ মিঃ মিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।

 

৬। সমর্পন কৃত (সারেন্ডারড) দের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি প্রদান করতে হবে।

 

৭। আবেদনপত্রের ০৪ (চার) নং পাতার নির্দেশনা অনুসরন করুন। 

 

 

প্রকল্পপরিচালক